বাংলাদেশে যুব উন্নয়ন কর্মসূচি আরও এগিয়ে নিতে ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এবং ব্রিজ ২ বাংলাদেশের (বি২বি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে রাজধানীর একটি হোটেলে ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক শামীমা বিনতে জলিল। বি২বি’র পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী।
চুক্তির অধীনে, বি২বি-ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে দক্ষতা উন্নয়নের পারস্পরিক লক্ষ্য অর্জনের জন্য এবং কর্মজীবনের সুযোগ প্রদানে যুবদের সুযোগ-সুবিধা, অবকাঠামো এবং যোগাযোগ সুবিধাগুলি একে অপরের কাছে প্রসারিত করতে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটকে সহযোগিতা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আরিফিন দিপু এবং বি২বি’র চেয়ারম্যান আজাদুল হক। এ উদ্যোগটি যুবকদের ক্যারিয়ার বিকাশের জন্য একটি মাইলফলক বলে বক্তারা জানান।
ইউআর/