অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবা মা ছেলের

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ৩টার একটু আগে পশ্চিম ক্যানবেরার হুইটলাম এলাকার কপিন্স ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- অস্ট্রেলিয়া প্রবাসী ড. আনোয়ার জাহিদের বাবা শহিদুল ইসলাম (৬২), মা রাজিয়া সুলতানা (৫৫) ও ছোটভাই রনি।

সম্প্রতি বাংলাদেশ থেকে তারা তিনজন অস্ট্রেলিয়ায় ড. আনোয়ার জাহিদের কাছে বেড়াতে যান। এ ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র জানায়, ড. আনোয়ার জাহিদ রোববার অস্ট্রেলিয়ায় তার কাছে বেড়াতে আসা বাবা, মা ও ছোটভাইকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেড়াতে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের সিটে বসা বাবা, মা ও ছোটভাই মারা যান।

এ দুর্ঘটনায় ড. আনোয়ার জাহিদ ও অপর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img