‘ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবে’

ইউক্রেনকে ন্যাটোতে যুক্ত করলে এর ফলাফল হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।

বৃহস্পতিবার সংবাদ সংস্থা টাসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলেক্সান্ডার ভেনেদিকতোভ।

টাসকে তিনি বলেন, কিয়েভ (ইউক্রেন) ভালো করে জানে এমন পদক্ষেপ নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, মনে হচ্ছে তারা এটির জন্যই (তৃতীয় বিশ্বযুদ্ধ) অপেক্ষা করছে- তথ্যমূলক শব্দ তৈরি করা এবং আবারও নিজেদের দিকে মানুষের নজর আনার চেষ্টা করছে।

রাশিয়ার এ কর্মকর্তা আরও বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে সহায়তা করে এ যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত হয়েছে।

এদিকে গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করে ডিক্রি জারি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপরই সকলকে অবাক করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানান, দ্রুত গতিতে ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করেছেন তারা।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img