ছিনতাই করতে গিয়ে একজনকে হত্যা, দুজনের ফাঁসির রায়

কুমিল্লায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে দুজনের ফাঁসি ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের অতিরিক্ত দায়রা জজ সেলিনা আক্তার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হলেন— লক্ষ্মীপুর জেলার বাসিন্দা আহসান উল্লাহ ও চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন ওরফে আবুল হোসেন। ১০ বছরের কারাদণ্ড পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা শামছুল হক।

জানা গেছে, ২০০৬ সালের ২০ জুন রাতে ফেনীর পরশুরাম এলাকার জয়নাল আবেদীনকে ছিনতাইয়ের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগণ্ডা এলাকায় গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন আসামিরা। এই ঘটনায় চৌদ্দগ্রাম থানার তৎকালীন এসআই খন্দকার শাহ আলম মামলা করেন। দীর্ঘ শুনানি ও ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এই রায় দেন।

কোর্ট পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ২০০৬ সালে চৌদ্দগ্রাম উপজেলায় একটি হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে জড়িত আরেকজনের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img