ফরিদপুর সার্কিট হাউসের একটি কক্ষ থেকে সরকারি এক পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সার্কিট হাউসের পূর্বপাশের জবা-৬ নং কক্ষে গলায় রশি বেঁধে ফাঁস লাগা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওই পরিচ্ছন্নতাকর্মীর নাম ভানু জমাদ্দার (৩৫)। তিনি শহরের হাবেলি গোপালপুর মহল্লার রেল কলোনির বাসিন্দা শংকর জমাদ্দারের ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক।
সার্কিট হাউসের দায়িত্ব পালনকারী ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ বলেন, ২০১৯ সালে চাকরি পাওয়ার পর থেকে সার্কিট হাউসের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভানু জমাদ্দার। প্রতি রাতেই তিনি বাড়িতে ফিরে যেতেন। তবে বুধবার রাতে তিনি বাড়িতে যাননি। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল জানান, সার্কিট হাউসের একটি বিশ্রাম কক্ষের দরজার সঙ্গে ফাঁস দেওয়া ওই পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউআর/