পারমাণবিক কেন্দ্র নিরস্ত্রীকরণের আহ্বান জেলেনস্কির

ইউক্রেনের জাপোরিজ্জিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চলমান সংকট নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। ম্যাক্রোঁ’র সঙ্গে ফোনালাপে পারমাণবিক কেন্দ্রটিকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

শনিবার এই দুই নেতার মধ্যে কথা হয়। পরে টুইট বার্তায় জেলেনস্কি বলেন, পারমাণবিক বিপর্যয় থেকে ইউরোপকে রক্ষা করার একমাত্র উপায় হলো প্ল্যান্টিকে ‘নিরস্ত্রীকরণ’ করা।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে অঞ্চলটিতে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি এমন শঙ্কার কথা জানিয়ে জাতিসংঘ বলেছে, সেখানে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই জাপোরিজ্জিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দখল নেয় রাশিয়া। কয়েকদিন আগে কেন্দ্রটি পরিদর্শন করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ। পরিদর্শনের পর সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে অঞ্চলটিতে গোলাবর্ষণ থামানো এবং সেখানে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরির আহ্বান জানানো হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img