সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিলেন মোকতাদা আল-সদর

ইরাকের শক্তিশালী শিয়া নেতা মোকতাদা আল-সদর সোমবার রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন। এরপর তার সমর্থকরা ইরাকের গ্রিন জোনে অবস্থিত সরকারি অফিসগুলোতে তাণ্ডব চালানো শুরু করে।

নিরাপত্তা বাহিনী, মোকতাদা আল-সদরের সমর্থক এবং অন্যন্য শিয়া দলগুলোর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন উত্তেজনাকর মুহূর্তেই গ্রিন জোন থেকে নিজের সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মোকতাদা। তিনি তাদের এক ঘণ্টা সময় দিয়েছেন। খবর আল আরাবিয়ার।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোকতাদা আল-সদর এমন নির্দেশ দেওয়ার পর তার সমর্থকরা গ্রিন জোন থকে সরে যাওয়া শুর করেছেন। এতে করে দুইদিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে গত বছরের অক্টোবর মাসে ইরাকের সাধারণ নির্বাচনের বেশিরভাগ আসনে জয় পায় মোকতাদা আল-সদরের অনুসারীরা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন করতে তাদের জোট গঠন করতে হতো।

কিন্তু মোকাতাদা আল-সদর ইরানপন্থি অন্যান্য শিয়াদলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা দেখান। এতে করে অস্থিতিশীল হয়ে যায় ইরাকের রাজনৈতিক পরিস্থিতি।

জুলাইয়ে অন্যান্য বিরোধী দলগুলো ইরাকের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা চালায়। ওই সময় মোকতাদার সমর্থকরা সংসদে প্রবেশ করে সেটি ঠেকিয়ে দেন। এরপর থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এমন সময়ই মোকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img