ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্তোভিচ সোমবার স্থানীয় সময় রাতে দাবি করেছেন, খেরসনের সম্মুখভাগে রুশ সেনাদের ভেদ করে ঢুকে পরেছে ইউক্রেনের সেনারা।
ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও বার্তায় অলেক্সি আরেস্তোভিচ বলেন, সম্মুখভাগের বেশ কিছু দিক দিয়ে রুশ সেনাদের ভেদ করে ঢুকে পরেছে ইউক্রেনের সেনারা।
ইউক্রেন খেরসনে পাল্টা আক্রমণ শুরু করেছে এমন খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর এ দাবি করেন অলেক্সি আরেস্তোভিচ।
সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনকে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা দক্ষিণ খেরসনের চারটি গ্রাম থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে সেগুলো পুনরায় দখল করেছে।
সোমবার স্থানীয় সময় রাতে রাশিয়াও এসব হামলার বিষয়টি স্বীকার করে। তবে তারা দাবি করে, ইউক্রেনের সেনারাই ‘অত্যাধিক ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে এবং ব্যর্থ হয়েছে।’
এদিকে আরেস্তোভিচ আরও দাবি করেছেন, দিনিপ্রো নদীর ওপর অবস্থিত ব্রিজ ধ্বংস করার পর রুশ সেনারা যে ফেরি চালু করেছিল সেখানেও এখন ইউক্রেনের সেনারা হামলা করছে।
অন্যদিকে খেরসনে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান সেরহি ক্লান বলেছেন, দিনিপ্রো নদীর ওপর অবস্থিত সকল ব্রিজের ওপর হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দিয়েছে ইউক্রেনের সেনারা।
ইউআর/