বিতর্ক ও বিরোধের সব গুঞ্জন যেন থামিয়ে দিল একটি মাত্র ম্যাচ। রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন মহাতারকা লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে।
তিনজনই পেলেন গোলের দেখা। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ৭-১ গোলে লিলকে উড়িয়ে দিল পিএসজি।
এই সাত গোলের মধ্যে ৩ গোল তথা হ্যাটট্রিক করলেন এমবাপ্পে, ২টি গোল এলো নেইমারের পা ছুঁয়ে। মেসিও একটি গোল করে স্কোরশিটে নাম তুললেন।
তিনজনের মধ্যে নেইমারকে একটু বেশি এগিয়ে রাখা যায়। জোড়া গোলের সঙ্গে তিনটি গোলে তার অবদান রয়েছে।
লিলের মাঠে ম্যাচ শুরু হতে না হতেই পরেই লিড নেয় পিএসজি। মাত্র ৮.৩৬ সেকেন্ডের মাথায় কিক অফ থেকে গোল করে বসেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড।
ফ্রেঞ্চ লিগে ২০০৫-০৬ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণের পর থেকে এমবাপ্পের এটিই দ্রুততম গোলের রেকর্ড।
২৭ মিনিটে স্কোরলাইন ২-০ করেন লিওনেল মেসি। নুনো মেন্ডেসের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় ডান পায়ের ফিনিশিং টানেন আর্জেন্টাইন জাদুকর।
৩৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল পান আশরাফ হাকিমি। এর ৪ মিনিট পরেই গোল করে দলের হালিপূরণ করেন নেইমার।
৪-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেমে ৫২ মিনিটে আবারও গোলের দেখা পান নেইমার। এর দুই মিনিট পর এক গোল শোধ করেন লিলের জনাথান বাম্বা।
৬৬ ও ৮৭ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করে নিজের হ্যাটট্রিক তুলে নেন এমবাপ্পে। এর পর আর কোনো গোল না হলে ৭-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে প্যারিসের দলটি।
ইউআর/