চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরজ্জিয়ায় চলমান উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিস্তারিত কথা হবে। এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া সংস্থা আরআইএ নভোস্তি।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ান জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে আলোচনা করতে চান। পাশাপাশি জাপোরজ্জিয়া প্ল্যান্টের চলমান পরিস্থিতি সমাধানে রুশ প্রেসিডেন্টকে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলবেন তিনি।
গত বৃহস্পতিবার ইউক্রেন সফরে এরদোয়ান ও গুতেরসের সঙ্গে বৈঠক হয় জেলেনস্কির। ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘রুশ বাহিনীর দখলে থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘আরেকটি চেরনোবিল’ বিপর্যয় হতে পারে।আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।’
ইউআর/