রাশিয়ার বিরুদ্ধে নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, রুশ যুদ্ধবিমান দুটি বৃহস্পতিবার সকালে ফিনল্যান্ড উপসাগরের উপকূলীয় পোরভু এলাকার আকাশসীমা লঙ্ঘন করে থাকতে পারে। শহরটির দূরত্ব রুশ সীমান্ত থেকে ১৫০ কিলোমিটারের কম।
এক বিবৃতিতে ফিনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই ঘটনার সময় ফিনল্যান্ডের বিমানবাহিনী একটি অপারেটিভ সনাক্তকরণ ফ্লাইট পরিচালনা করে।
এই আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ফিনিশ বর্ডার গার্ড একটি তদন্ত শুরু করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করে আসছে রাশিয়া। প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ইউক্রেন রুশ আক্রমণের আগ পর্যন্ত জোট নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছিল। কিন্তু আক্রমণের পর তারা ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। ফিনল্যান্ডের এমন সিদ্ধান্তের কঠোর বিরোধিতা ও নিন্দা জানিয়ে আসছে রাশিয়া।
ইউআর/