ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলংকায় ভিড়ছে চীনের সেই জাহাজ

চীন জাহাজ
ইউয়ান ওয়াং ৫ নামে চীনের একটি রিসার্চ জাহাজ কয়েকদিন ধরে শ্রীলংকার বন্দরে ভেড়ার চেষ্টা চালাচ্ছে৷

কিন্তু প্রতিবেশী ভারত শ্রীলংকার বন্দরে চীনের জাহাজটি নোঙর করার ব্যাপারে আপত্তি জানায়৷ এরফলে শ্রীলংকা এ জাহাজটিকে তাদের সমুদ্র সীমার ভেতর আসার অনুমতি দেয়নি৷

কিন্তু কয়েকদিনের নাটকীয়তার পর এবং ভারতের প্রবল আপত্তির পরও জাহাজটিকে নিজেদের বন্দরে নোঙরের অনুমতি দিয়েছে শ্রীলংকা।

ইউয়ান ওয়াং ৫ জাহাজটি আন্তর্জাতিক সাইটগুলোর তথ্য অনুযায়ী একটি রিসার্চ এবং জরিপ জাহাজ।

তবে ভারতের শঙ্কা এটি একটি গোয়েন্দা জাহাজ৷ শ্রীলংকায় নোঙর করে ভারত মহাসাগরে নজরদারি চালাতে শ্রীলংকায় নোঙর করতে চায় জাহাজটি।

তাছাড়া ভারতের শঙ্কা শ্রীলংকার বন্দর থেকে ভারতের সামরিক স্থাপনার ওপরও নজরদারি চালাতে পারে এ জাহাজ৷ খবর এনডিটিভির৷

এদিকে এ জাহাজটির ১১ আগস্ট হাম্বানটোটা বন্দরে আসার কথা ছিল৷ এরপর ভারত আপত্তি জানানোর পর শ্রীলংকা জাহাজটিকে হাম্বানটোটায় আসা থেকে বিরত থাকতে বলে৷

এখন শোনা যাচ্ছে ১৬ আগস্ট এটি হাম্বানটোটায় এসে পৌঁছাবে৷ বর্তমানে এটি বন্দর থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে৷

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীলংকার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত বিষয়টি সরাসরি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে অবহিত করেছিল। কিন্তু ‘কেন শ্রীলংকায় চীনের এ জাহাজটি ভিড়তে দেওয়া উচিত হবে না’ সেটির সন্তোষজনক কারণ দেখাতে না পারায় শ্রীলংকা জাহাজটিকে নোঙর করার অনুমতি দিয়েছে৷

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img