জেরুজালেমে অস্ত্রধারীর গুলিতে গুরুতর আহত ৮ ইসরাইলি

ঐতিহাসিক ‘ওয়েস্টার্ন ওয়ালসহ পবিত্র শহর জেরুজালেমের বেশ কিছু জায়গায় অস্ত্রধারীর ছোড়া গুলিতে কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার ইসরাইলি পুলিশ এ তথ্য জানায়। খবর এবিসির।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাত ১টা ২৪ নাগাদ এ হামলা চালানো হয়। এ সময় ইহুদি পুণ্যার্থীদের বহনকারী একটি বাসে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। ওয়েস্টার্ন ওয়ালে ঢোকার পথেই একটি গাড়ি পার্কিং এলাকায় চালানো হয় হামলা। এতে সাত পুরুষ ও একজন নারী গুরুতর আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে; তবে অবস্থা সংকটাপন্ন।

হামলায় ঠিক কতজন জড়িত ছিল তা এখনো অস্পষ্ট। তবে ইসরাইলি পুলিশ অন্তত দুই সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে চালাচ্ছে তল্লাশি অভিযান। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গেল সপ্তাহেই গাজা উপত্যকায় চালানো ইসরাইলি হামলায় প্রাণ গিয়েছিল কমপক্ষে ৪৪ ফিলিস্তিনির।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img