ইউক্রেন সংকটের ‘মূল উসকানিদাতা’ যুক্তরাষ্ট্র: চীন

যুক্তরাষ্ট্রকে ইউক্রেন সংকটের মূল উসকানিদাতা হিসেবে উল্লেখ করেছে চীন। ইউক্রেনে আক্রমণ শুরুর পর পশ্চিমাদের কোপানলে পড়া রাশিয়া চীনকে মিত্র হিসেবে পাশে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে মস্কোতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানহুই অভিযোগ করেছেন, রাশিয়াকে কোনঠাসা করছে যুক্তরাষ্ট্র। ন্যাটো প্রতিরক্ষা জোটের সম্প্রসারণ, মস্কোর বদলে ইউক্রেনকে সমর্থনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার মাধ্যমে এগুলো করছে যুক্তরাষ্ট্র।

ঝাং বলেছেন, ইউক্রেন সংকটের প্ররোচনাকারী ও প্রধান উসকানিদাতা হয়েও ওয়াশিংটন রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা, ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে।

চীনা দূত আরও বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ ও নিষেধাজ্ঞায় ফেলে রাশিয়াকে নিঃশেষ করা।

সাক্ষাৎকারে চীনা দূত বলেছেন, সিনো-রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। দ্বিপক্ষীয় আস্থা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img