এশিয়া কাপ দলে জায়গা না পেয়ে গান লিখলেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেললেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। ফলে কপাল পুড়েছে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় ঈশান কিষাণের।

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে রাখা হয়নি ঈশান কিষাণের মতো তারকাকে।

এ খবরে রীতিমতো রেগে আগুন হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দিয়েছেন এ উইকেটকিপার-ব্যাটার।

যদিও তার সেই স্ট্যাটাসে বিসিসিআই বা দলের কাউকে নিয়ে সরাসরি কিছু লেখেননি ঈশান। নিজের মনের ক্ষোভ প্রকাশে ভারতীয়-কানাডিয়ান গায়ক হাম্বল পোয়েটের গান ‘বেলা’র কয়েকটি লাইন পোস্ট করেছেন তিনি।

সেই গানের লাইনগুলোর বাংলা অর্থ দাঁড়ায়, ‘ব্যথা লাগলেও কখনো নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরমভাবে, তা হলে আগুন হয়ে সামনে এসো।’

অনেকের মতে, রহস্যপূর্ণ এই স্ট্যাটাসে নির্বাচকদের খোঁচা দিয়েছেন ঈশান।

গত আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ঈশান কিষান। সবশেষ আসরের নিলামে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে ঈশানকে কেনে মুম্বাই ইন্ডিয়ানস। ১৪ ইনিংসে ৪১৮ রান করেন ঈশান।

ভারতের জার্সি গায়ে বিহারের এ ক্রিকেটার ৬৭ টি-টোয়েন্টি খেলেছেন। ২৫.৪৩ গড়ে রান করেছেন ১৫৭৭। ১১৩* সর্বোচ্চ ইনিংস রয়েছে তার।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img