মমতার মন্ত্রিসভায় বিজেপির সাবেক আইনপ্রণেতা

নিজের ডান হাত বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের কয়েক দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদল এনেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে নতুন করে যুক্ত হয়েছেন পাঁচজন। এর মধ্যে রয়েছেন গত বছর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো।

মমতার ঘনিষ্ঠ সহযোগী পার্থ চট্টোপাধ্যায় মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার কয়েক দিনের মাথায় বুধবার বিকেলে শপথ নেন নতুন মন্ত্রীরা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের দুইটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের পর তীব্র সমালোচনার মুখে পড়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বাবুল সুপ্রিয়োর পাশাপাশি মমতার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন স্নেহাশিষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদার।

স্নেহাশিষ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র। তিনি দলের হুগলি জেলা ইউনিট তদারকি করেন। পার্থ ভৌমিক নৈহাটি আসন থেকে তিনবারের এমএলএ। উদয়ন গুহ ফরোয়ার্ড ব্লকের নেতা হলেও ২০১৬ সালে তৃণমূলে যোগ দেন।

এছাড়া চারজন জুনিয়র মন্ত্রীকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা হলেন বিরবাহা হাসদা, বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন এবং সত্যজিত বর্মন। আদিবাসী নেতা বিরবাহা হাসদা এবং বিপ্লব রায় চৌধুরি স্বতন্ত্র দায়িত্ব পালন করবেন।

গ্রেফতারের পর মন্ত্রীর দায়িত্ব হারানো পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শিল্প, বাণিজ্য ও পার্লামেন্টসহ ছিল পাঁচটি দফতর। মঙ্গলবার মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলার সংখ্যা ২৩ থেকে ৩০ এ বাড়ানোর ঘোষণা দেন। এতে কাজের চাপ বেড়েছে। মমতা বলেন, ‘আমরা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডেকে হারিয়েছি। পার্থ জেলে ফলে তাদের সব কাজ চালাতে হবে। আমার একার পক্ষে সব সামলানো সম্ভব নয়’।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img