তাইওয়ান ছাড়লেন মার্কিন স্পিকার

সংক্ষিপ্ত কিন্তু বিতর্কিত এক সফর শেষে তাইওয়ান ছেড়েছেন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। তাইপের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার তিনি দ্বীপটি ছেড়ে যান।

এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফর করেন ন্যান্সি পেলোসি। গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে সিনিয়র মার্কিন রাজনীতিক হিসেবে সেখানে সফর করেন তিনি। এই সফরের বিরুদ্ধে বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে চীন। তবে তা উপেক্ষা করে সফর অব্যাহত রাখেন মার্কিন স্পিকার।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ বিবেচনা করে চীন। প্রয়োজনে জোর করে হলেও দ্বীপটি নিজেদের রাখতে চায় বেইজিং।

বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে বলেন, ‘যারা আগুন নিয়ে খেলছে তাদের শেষটা ভালো হবে না আর যারা চীনের সঙ্গে শত্রুতা করবে তারা শাস্তি পাবে’। তিনি আরও বলেন, ‘তথাকথিত গণতন্ত্রের আড়ালে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র’।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img