ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের সম্মান বাড়িয়েছে: তুরস্কের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, অসাধারণ স্থাপত্যের ষাট গম্বুজ মসজিদ দুর্দান্ত একটি ইসলামিক স্থাপত্য। এই স্থাপনা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বাড়িয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাটে অবস্থিত বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ষাট গম্বুজ এবং ওই সময়ের অন্যান্য স্থাপনা দিয়ে বোঝা যায়, ছয়শ’ বছর আগেও বাংলাদেশে মুসলিমদের বসবাস ছিল। তারা মানবকল্যাণে কাজ করেছে। এটি আমাদের পুরুষদের দ্বারা নির্মিত মসজিদ। এখানে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে।

পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার ছেলে মেহমাদ আল্ফ তুরান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো. যায়েদ প্রমুখ।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img