যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা বলেছেন, মহাকাশে পাঠানো চীনের একটি রকেটের ধ্বংসাবশেষ ভারত ও প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছে। চীনের মহাকাশ সংস্থা বলেছে, লংমার্চ ৫বি রকেটের বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলে পুড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
মহাকাশ বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, রকেটটির ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ার আশঙ্কা খুব কম। তবে রকেটের ধ্বংসাবশেষের এমন অনিয়ন্ত্রিত পতন মহাকাশের বর্জ্যের দায় নিয়ে প্রশ্ন তুলেছে।
যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড এক টুইটে বলেছে, লংমার্চ ৫বি ভারত মহাসাগরে গ্রিনিচ মান সময় ৩০ জুলাই ১৬টা ৪৫মিনিটে পুনরায় প্রবেশ করেছে।
চীনের মহাকাশ সংস্থা রকেটটির ধ্বংসাবশেষ পড়ার স্থান নির্দিষ্টভাবে জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুসারে, এসব ধ্বংসাবশেষ পড়েছে প্রশান্ত মহাসাগরের উত্তরে ফিলিপাইনে পালাওয়ান দ্বীপের পূর্বদিকে সুলু সাগরে।
২৪ জুলাই চীনের উড্ডয়ন করা হয় লংমার্চ ৫বি রকেটটি। এটি ছিল পৃথিবীর কক্ষপথে রকেটটির তৃতীয় যাত্রা। ২০২০ সালে এটি প্রথমবার কক্ষপথে পাঠানো হয়।
এর আগে ২০২০ সালে চীনা লংমার্চ ৫বি’র একাংশ আইভরি কোস্টে আছড়ে পড়েছিল। এতে পশ্চিম আফ্রিকার দেশটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউআর/