নিজের অপহরণের নাটক সাজানোর অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে এক মার্কিন নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, ২৭ বছরের ওই নারীর নগদ অর্থ ফুরিয়ে যাওয়ার পর অর্থ পাঠানোর জন্য মা-বাবাকে ব্ল্যাকমেইল করতে ওই অপহরণের গল্প সাজিয়েছিলেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
গত ৩ মে ভারতে পৌঁছান ওই নারী। এনডিটিভির খবরে বলা হয়েছে, ৭ জুলাই তিনি তার মাকে ফোন করে বলেন, একজন লোকের হাতে তিনি নিগৃহীত হয়েছেন।
পরিবারের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করেন দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, পুলিশ সেই আইপি ঠিকানাগুলো খুঁজে বের করে যেগুলো থেকে ওই নারী আমেরিকান সিটিজেন সার্ভিসে ইমেইল পাঠিয়েছিলেন এবং তার মাকে ভিডিও কল করেছিলেন। এর ভিত্তিতে তারা ৩১ বছরের একজন নাইজেরীয়কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় তিনি জানান, ওই নারী দিল্লির উপকণ্ঠে নয়ডায় একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন। পরে ওই নারীকে গ্রেফতার করা হয়।
দিল্লির পুলিশ কমিশনার অমরুতা গুগুলথ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাকে উদ্ধারের পর জানা গেলো সে তার মা-বাবাকে ব্ল্যাকমেইল করার জন্য এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে আলাপ হওয়া নাইজেরীয় ব্যক্তির সঙ্গে একত্রে থাকতেই দিল্লি গিয়েছিলেন ওই মার্কিন নারী। এক পর্যায়ে সঙ্গে থাকা অর্থকড়ি শেষ হয়ে আসায় অপহরণের গল্প ফাঁদেন তিনি।
এদিকে গত ৬ জুন তাদের দুই জনেরই পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পুলিশ বলছে, বৈধ পাসপোর্ট ছাড়া ভারতে অবস্থানের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউআর/