টারবাইন ফেরত চাইল রাশিয়ার গ্যাসপ্রোম

রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাসপ্রোম শনিবার জানিয়েছে, জার্মান প্রতিষ্ঠান সিমেন্স কানাডায় তাদের যে টারবাইনটি মেরামত করেছে সেটি ফেরত চেয়েছে তারা। নর্ড স্ট্রিম-১ পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ ঠিক রাখতেই টারবাইনটি ফেরত চাওয়া হয়েছে।

গ্যাসপ্রোম বর্তমানে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনে সংষ্কার কাজ চালাচ্ছে। এ কারণে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এখন ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি ‘চিন্তা নিয়ে’ অপেক্ষা করছে রাশিয়া গ্যাসের সরবরাহ আবার চালু করে কিনা।

রাশিয়া ইতিমধ্যেই জার্মানিতে গ্যাসের সরবরাহ ৬০ ভাগ কমিয়ে দিয়েছে।

গ্যাসপ্রোমের দাবি, মেরামতের পর কানাডা টারবাইন ফেরত না দেওয়ার কারণেই গ্যাসের সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হয়েছে তারা।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও কানাডা সেই টারবাইনটি ফেরত দেওয়ার জন্য রাজি হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, সিমেন্সকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাশিয়ার পণ্য সরবরাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

কানাডার পক্ষ থেকে আরও বলা হয়েছিল, জার্মানির কথা চিন্তা করেই তাদের এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে গ্যাসপ্রোম জানিয়েছে, তাদের টারবাইনটি ফেরত দেওয়া হবে এখনো এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।

তারা একটি বিবৃতিতে জানিয়েছে, সিমেন্সের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে, ইউরোপের গ্যাস সরবরাহ ঠিক রাখতে কোনো ধরনের শর্ত ছাড়া যেন তাদের টারবাইনটি ফেরত দেওয়া হয়।

এদিকে রাশিয়া বর্তমানে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইনে যে সংস্কার কাজ চালাচ্ছে সেটি অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু পশ্চিমাদের শঙ্কা, বর্তমান পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করছে রাশিয়া।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img