রান খরায় ভোগা সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করছেন অনেকে।
সবাই যখন সমালোচনা করতে ব্যস্ত, এমন সময়ে কোহলির পাশে দাঁড়ান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
তিনি কোহলিকে উদ্দেশ্য করে টুইটে লেখেন, এই সময় পেরিয়ে যাবে। শক্ত থাকো বিরাট।
পাক অধিনায়ক বাবর আজমের এমন টুইটের পর সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি টুইট করে তাকে ধন্যবাদ জানান। তবে তিনি এও বলেন, বিরাট কোহলি বাবর আজমের টুইটের জবাবে দেবেন কিনা এ নিয়ে তার সন্দেহ আছে।
এ ব্যাপারে আফ্রিদি বলেছিলেন, বাবর অসাধারণ একটা বার্তা পাঠিয়েছে। আমি জানি না উল্টো দিক থেকে কোনও উত্তর এসেছে কি না। যদি ও বাবরের টুইটের উত্তর দেয়, তা হলে সেটা খুব বড় ব্যাপার হবে। তবে আমার মনে হয় না সেটা হবে।
আফ্রিদিকে ভুল প্রমাণ করেছেন বিরাট কোহলি। তিনি বাবর আজমের টুইটের জবাব দিয়েছেন। বাবরকে উদ্দেশ্য করে কোহলি লিখেছেন, ধন্যবাদ। ভালো কর এবং এগিয়ে যাও। তোমার সর্বাঙ্গিন সাফল্য কামনা করি।
ইউআর/