ইরানবিরোধী এক যৌথ ঘোষণায় সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। এই ঘোষণায় তেহরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই নেতা।
প্রেসিডেন্ট জো বাইডেনের চার দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে পশ্চিম জেরুজালেমে বৈঠকে বসেন দুই নেতা। এই বৈঠকের পর ভারত ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন তারা।
ওই ঘোষণায় বলা হয়েছে ইরানের পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়ার ক্ষমতা অস্বীকার করতে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ‘জাতীয় শক্তির সব উপাদান’ ব্যবহার করবে। আরও বলা হয়েছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে দশ বছর মেয়াদে ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ সই করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
তবে এবারের যৌথ ঘোষণাটি তুলনামূলকভাবে প্রতীকি। ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরোধিতা আরও বেশি স্পষ্ট করা হয়েছে এই ঘোষণায়। গত কয়েক মাস ধরে ২০১৫ সালের চুক্তি ফের সক্রিয় করতে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর আলোচনায় অগ্রগতি হয়নি। এই অচলাবস্থার জন্য তেহরান ও ওয়াশিংটন পরস্পরকে দায়ী করছে।
বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ সাংবাদিকদের বলেন, তারা ‘ইরানি হুমকি’ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘ইরানে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না।’
ইউআর/