শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেঙ্গি বিমানবন্দরে পৌঁছান। দেশটির তার অবতরণের বিষয়টি সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে গোটাবায়াকে। তিনি রাজনৈতিক আশ্রয় চাননি কিংবা তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুমতি দেওয়া হয়নি। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এখবর জানিয়েছে।
এর আগে সৌদি আরবের একটি বিমানে করে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। মালদ্বীপ সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মালদ্বীপ ছাড়ার কথা থাকলেও নিরাপত্তা সংক্রান্ত কারণে তাতে যাননি তিনি।
ইউআর/