আ.লীগ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার প্রধান আসামী ইউনুছ মনি গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী ইউনুছ মনি গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৩ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাঙ্গুনিয়া উপজেলাধীন শিলক ইউনিয়নের নটুয়ারটিলা এলাকায় অভিযান চালিয়ে পলায়নরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইউনুছ মনি রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সেনবাড়ি এলাকার মৃত নূর হোসেন’র পুত্র। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি সাবেক বিএনপি নেতা সাকা চৌধুরীর অন্যতম বিশ্বস্ত ক্যাডার হিসেবে পরিচিত বলে জানা যায়।

উল্লেখ্য, গত (৩ এপ্রিল) হেফাজত নেতা মামুনুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও’ এর একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ হওয়ার প্রতিবাদে ওই রাতে রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় হেফাজতের বিক্ষোভ মিছিল থেকে আওয়ামীলীগ নেতা মুহিবুল্লাহকে গুরুতর আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নগরীর পার্কভিউ হাসপাতালে (৬ এপ্রিল) মারা যায়।

এই ঘটনায় পুলিশ ও কোদালা যুবলীগের সভাপতি আব্দুল জব্বার বাদী হয়ে দুইটি পৃথক মামলা করেন। দুইটি মামলার প্রধান আসামী ছিল ইউনুছ মনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img