ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়েভকে ৮টি স্বচালিত কামান ব্যবস্থা (জুজানা ২) হাউইটজার পাঠাতে যাচ্ছে স্লোভাকিয়া। এ ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসি’র।
দ্য জুজানা ২ হাউইটজার আধুনিক সংস্করণ। এটি ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখে। এই হাউইটজার হলো একটি দূরপাল্লার অস্ত্র, যা কামানের মধ্যে পড়ে। এটি অন্যান্য আর্টিলারি সরঞ্জামের মতো। এর মাধ্যমে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন বেশ সাফল্য পাচ্ছে বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মানি মিত্র দেশ ইউক্রেনে হাউইটজার সরবরাহ করেছে। এরমধ্যে স্লোভাকিয়াও এটি পাঠানোর ঘোষণা দিলো। ইউরোপের এই দেশটি ইউক্রেনকে ইতোমধ্যে ১৩ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে।
ইউআর/