একদিনেই ভারত থেকে এলো ৪২৯ টন গম

দুই দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। বুধবার (১ জুন) একদিনেই এই বন্দর দিয়ে ১১ ট্রাকে ৪২৯ টন গম প্রতিবেশী দেশটি থেকে এসেছে।

ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল ঠাকুর বলেন, ‘১২ মের মধ্যে হওয়া গমের এলসির যেগুলোর কপি ওইদিনের মধ্যে ভারতে পৌঁছেছে সেগুলোর রফতানির নির্দেশনা দিয়েছে। ১১ ট্রাক গম রফতানি করা হয়েছে। এর আগে ২৯ মে দুই ট্রাক গম এসেছে। আগামীকালও আসতে পারে। তবে বাকি এলসিগুলোর বিষয়ে এখনো কোনও নির্দেশনা আসেনি।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক হারুন উর রশীদ বলেন, ‘১২ মে পর্যন্ত হওয়া এলসির গম রফতানির আশ্বাস দিয়েও ভারত বেশ কিছুদিন ধরে রফতানি করছে না। গত ২৩ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ মে পর্যন্ত হওয়া এলসির গম রফতানির কথা জানিয়েছে। কিন্তু এর পরও নানা টালবাহানা দেখাচ্ছে। সবশেষ গত ২৯ মে মাত্র ২ট্রাক গম রফতানি করে আবারও নানা জটিলতা দেখিয়ে বন্ধ করে দেয়। এতে আমদানিকারকদের বেশ গম ভারতে আটকা পড়েছে। আমরা চাই ১২ মের মধ্যে যেসব গমের এলসি হয়েছে তা যেন রফতানি করে ভারত- সেই দাবি জানাচ্ছি।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আজ ১১ ট্রাকে ৪২৯ টন গম আমদানি হয়েছে। বন্দর দিয়ে গত ২৯ মে দুই ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছিল।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img