আশুগঞ্জে ১ মণ গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোমবার (৯ মে) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২০), লক্ষ্মীপুর জেলার চররুহিতা গ্রামের আব্দুর রবের ছেলে মো. আমিন (২৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপভ্যানের গতি রোধ করে তল্লাশি করা হয়।

এ সময় গাড়ির ভেতর থেকে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img