ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মেজবাহ উদ্দিন (৫৬) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, শনিবার (০৭ মে) সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেজবাহ উদ্দিন সদর উপজেলার ঘাটুরা গ্রামের অহিদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। চলতি বছরের ২১ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়।

শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img