ইউক্রেনের দুই গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

রাতভর অভিযানে ইউক্রেনের দুইটি গোলাবারুদের গুদাম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর তারা ইউক্রেনের চারটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় বারভিনকোভ এবং ইভানিভকা অঞ্চলের কাছে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদের দুইটি ডিপো ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। লুহানস্কের কাছে ইউক্রেনের একটি এসইউ-২৪ বিমানও ভূপাতিত করেছে তারা।

এর আগে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, দক্ষিণ-পূর্ব ইউক্রেনে পশ্চিমাদের সরবরাহ করা বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংস করেছে রুশ সেনারা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এগুলো ধ্বংস করা হয়। এক ব্রিফিংয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাপোরিজ্জিয়া অ্যালুমিনিয়াম কারখানা এলাকায় সুনির্দিষ্ট দূরপাল্লার সাগরভিত্তিক ক্যালিবার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। সেখানে রাখা ছিল বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গোলাবারুদ। যা ইউক্রেনীয় সেনাদের জন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img