সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ওয়ার্ড যুবলীগ সভাপতি দাউদ সম্রাট হত্যা মামলার আরেক আসামি নূর মোস্তফা শিমুলকে (৩১) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) ভোরে নগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। নূর মোস্তফা সীতাকুণ্ড থানার পূর্ব সৈয়দপুর এলাকার মৃত আবুল মনসুরের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সীতাকুণ্ডের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা জেবুন্নেসা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে গত ১৫ এপ্রিল মামলার এজাহারনামীয় আসামি মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও নুরুল হুদাকে (২৫) গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, নূর মোস্তফা শিমুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, দাউদ সম্রাট হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। এ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img