হিলিতে অস্থির নিত্যপণ্যের বাজার

দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির নিত্যপণ্যের দাম। বিশেষ করে সয়াবিন তেলের বাজার আবারও বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা, বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬০ টাকা লিটার হিসেবেই বিক্রি হচ্ছে।

চিনি ৭৮ টাকা এবং ছোলা বুট ৬৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচামরিচ ১০ টাকা কেজি প্রতি বেড়ে ৫০ টাকায় ও ভারতীয় পেঁয়াজ দুই টাকা বৃদ্ধি পেয়ে ১৪ টাকায় এবং দেশি পেঁয়াজ ৫ টাকা কেজি প্রতি বৃদ্ধি পেয়ে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি কাঁচাবাজার করতে আসা খায়রুল আলম জানান, ২০ রমজান পর্যন্ত নিত্যপণ্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করে আবারও বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। সয়াবিন তেল কেজি প্রতি ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুনের দাম বেশি। বাজারে প্রচুর পরিমাণ সরবরাহ আছে তবুও কেন দাম বৃদ্ধি। প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার মনিটরিংও করা হয় না। যার জন্য অসাধু ব্যবসায়ীরা নিজ খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে দেন।

হিলি বাজারের কয়েকজন কাঁচা পণ্য বিক্রেতা জানান, মোকামগুলোতে সব কিছুর দাম বেশি। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। দাম বেশির কারণে অনেক সময় ক্রেতাদের সঙ্গে তর্কে জড়াতে হচ্ছে। বেগুন, পটল, লেবু, শসাসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। তবে কাঁচামরিচের সরবরাহ কম থাকার কারণে দুই দিনের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img