কাবুলের স্কুলে বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বয়েজ স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশত-ই-বারচি পাড়া এলাকার ওই স্কুলটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের সকালের ক্লাস থেকে বের হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই এলাকার বাসিন্দাদের একটি বড় অংশই শিয়া হাজারা সম্প্রদায়ের মানুষ। এই সম্প্রদায়ের মানুষেরা অতীতে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার শিকার হয়েছিল।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘তিনটি বিস্ফোরণ ঘটেছে। এতে আমাদের শিয়া সম্প্রদায়ের সদস্যদের মধ্যে কিছু হতাহতের ঘটনা ঘটেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় হাসপাতালের নার্সিং বিভাগের প্রধান রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং ১৪ জন আহত হয়েছে।

২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতার মাত্রা অপেক্ষাকৃত কমে আসে। এর মধ্যেই মঙ্গলবার কাবুলের স্কুলে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

আফগানিস্তানের তালেবান শাসকরা বলছে, গত আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তার দেশকে সুরক্ষিত রাখতে কাজ করছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা ও বিশ্লেষকরা বলছেন, দেশটিতে এখনও বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠার ঝুঁকি রয়ে গেছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img