এক সপ্তাহেও মন্ত্রিসভা গঠন করতে পারেনি পাকিস্তান

পাকিস্তানে ক্ষমতার পালাবদলের এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও এখনও পর্যন্ত নতুন মন্ত্রিসভা গঠন করা সম্ভব হয়নি। গত ১১ এপ্রিল দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মুসলিম লিগ নেতা শাহবাজ শরিফ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর নতুন সরকারের দায়িত্ব নিলেও এখনও মন্ত্রিসভা গঠন করতে পারেননি তিনি। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

১৮ এপ্রিল নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। তবে শপথ পড়াতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ফলে শপথগ্রহণের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

সূত্র বলছে, প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানোর ফলে তার অনুপস্থিতিতে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। মঙ্গলবার বা পরদিন বুধবার এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

জানা গেছে, নতুন সরকারের মন্ত্রী হিসেবে প্রথম ধাপে ১০ থেকে ১২ জন শপথ নিতে পারেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে জোটের সব অংশীদারদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতা আসিফ আলী জারদারি।

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে।

পিপিপি-র প্রভাবশালী নেতা খুরশিদ শাহ জানিয়েছে, নতুন কেবিনেটে ১৪ জন মন্ত্রী পাচ্ছে শাহবাজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। জোট শরিক পিপিপি এবং জমিয়ত উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) যথাক্রমে ১১ ও ৪ জন সদস্য থাকছেন থাকছেন নতুন মন্ত্রিসভায়। এছাড়া ক্ষমতাসীন জোটের অন্য শরিকদের সাতটি মন্ত্রণালয় দেওয়া হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img