ইলিশ ধরায় লক্ষ্মীপুরে ৪ জেলের কারাদণ্ড

নিষিদ্ধধাজ্ঞা অমান্য করার করে ইলিশ ধরার দায়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীর রায়পুর অংশ থেকে চার জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ এপ্রিল) দুপুরের দিকে রায়পুরের সাজু মোল্লার ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

অভিযানে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন, কোস্টগার্ড ও হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর (২৭), সাইজুদ্দিন (৩৮), জয়নাল আবেদিন (৩৭) ও মো. মোশাররফ (২৫)।

জানা গেছে, নিষিদ্ধ সময়ে মেঘনার রায়পুর অংশে ইলিশ ধরা হচ্ছে— এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই চারজন জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি জাটকা ও ১৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

জাটকা ইলিশ রক্ষার মার্চ এবং এপ্রিল এই দু’মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img