সাতক্ষীরা সীমান্ত থেকে রুপার গহনা জব্দ

সাতক্ষীরা সীমান্তের ছয়ঘরিয়া এলাকা থেকে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়েছে। বুধবার সকালে জেলার কালিয়ানী বিজিবির বিওপি সদস্যরা অভিযান চালিয়ে এই গহনা জব্দ করে। পরে জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ রুপার গহনা আসছে, এমন সংবাদে অভিযান চালান কালিয়ানী বিজিবির সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগে রাখা রুপার গহনা বাগানের ঝোপ-ঝাঁড়ে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে সেখান থেকে ব্যাগ উদ্ধার করে ১২ কেজি রুপার গহনা জব্দ করা হয়। গহনাগুলোর মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

পরে গহনাগুলোকে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয় বলে জানান বিজিবি অধিনায়ক।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img