মেডিক্যালে ভর্তির জন্য ১ লাখ টাকা পেলেন মারুফা

সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী তরুণী মারুফা খাতুনকে মেডিক্যাল কলেজে ভর্তির জন্য এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাড়িতে গিয়ে নাভানা গ্রুপের পক্ষ থেকে তার হাতে টাকার চেক তুলে দেওয়া হয়।

গ্রুপের মোংলা টার্মিনাল ও নাভানা এলপিজি ইউনিটের অপারেশনাল প্রধান খন্দকার তুহিন আক্তার চেক হস্তান্তর করেন। এ সময় নাভানা গ্রুপের মোংলার নির্বাহী কর্মকর্তা এইচ আর ইসলামুল হক, তালা মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম গাজী উপস্থিত ছিলেন।

তুহিন আক্তার বলেন, মারুফার মেডিক্যাল ভর্তির অনিশ্চয়তার খবর পেয়ে নাভানা গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি তাকে সহায়তার সিদ্ধান্ত নেন। সেই পরিপেরিক্ষেতে তাকে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন মেধাবী তরুণী মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।

তালার নলতা জেলে পল্লীর মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছিলেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img