সীমান্তে স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনাঃ ন্যাটো

ভবিষ্যৎ-এ রুশ আগ্রাসন মোকাবিলায় নিজেদের সীমান্ত এলাকায় স্থায়ী সামরিক উপস্থিতি বসানোর পরিকল্পনা করছে ন্যাটো। জোটের মহাসচিব জেন্স স্টেলটোনবার্গের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাম।

তিনি বলেন, আমরা এখন যা দেখতে পাচ্ছি তা হলো নতুন বাস্তবতা, ইউরোপের নিরাপত্তার জন্য একটি নতুন বিষয়। এ নিয়ে আমাদের সামরিক কমান্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে সম্প্রতি স্টেলটোনবার্গ নিজেই জানান, জোটের প্রধান হিসেবে তার মেয়াদ এক বছর বাড়ানো হতে পারে

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে সতর্কতার অংশ হিসেবে পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ন্যাটো। রুশ হুমকি মোকাবিলায় জোটভুক্ত দেশগুলোর সীমান্ত এলাকায় এমন পদক্ষেপ নিয়েছে ন্যাটো। বিশেষ করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে ১০ হাজার মতো মার্কিন সেনার উপস্থিতি রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img