আগামী ১২ এপ্রিল থেকে আবাহনীর এএফসি কাপের মিশন শুরু হচ্ছে। প্রিলিমিনারি রাউন্ড-২-এ প্রতিপক্ষ মালদ্বীপের ভ্যালেন্সিয়া। সিলেট জেলা স্টেডিয়ামে এই ম্যাচটির আগে আকাশি-নীল জার্সিধারীরা নিজেদের শক্তি বৃদ্ধি করেছে।
এবার এএফসি কাপে চার বিদেশি খেলোয়াড় খেলানো যাবে। তবে এর চেয়ে বেশি নিবন্ধন করার সুযোগ আছে। আবাহনী তাই ফরোয়ার্ড পজিশনে বসনিয়ার নেদো তুর্কোভিচকে দলভুক্ত করেছে।
৩২ বছর বয়সী দীর্ঘদেহী ফরোয়ার্ড ঘরোয়া ফুটবলে খেলছেন স্বাধীনতা ক্রীড়া সংঘের হয়ে। সেখানে প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ৪টি।
নেদোর দলভুক্তির ব্যাখ্যায় আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তনের কিছুটা চোট রয়েছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। নেদো লিগে ভালো করছে। তাই ওকে নিবন্ধন করেছি। যেন প্রয়োজনে এএফসি কাপে খেলানো যায়।’
আবাহনীর অন্য তিন বিদেশি হলেন- ডিফেন্ডার মিলাদ শেখ সোলায়মানি, মিডফিল্ডার রাফায়েল অগাস্তো ও ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস।
ইউআর/