তাসকিনের বদলে পেসার নাকি স্পিনার

ডারবানে কাঁধের চোটে ভুগে দেশে ফিরে এসেছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকায় তার জায়গায় দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবেই একটি পরিবর্তন আসছে। তবে তার জায়গায় একজন পেসার খেলবেন নাকি একজন স্পিনার- সেটি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, শুক্রবার সকালে উইকেট দেখেই তারা একাদশ চূড়ান্ত করবেন।

ডারবানে আগের টেস্টে তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও খালেদ আহমেদকে নিয়ে পেস আক্রমণ সাজিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে বাংলাদেশের বোলিং আক্রমণ ঠিক কেমন হবে সেটি নিয়েই মূলত আলোচনা। যেহেতু পোর্ট এলিজাবেথে বাতাসের বিপক্ষেও লড়তে হবে বোলারদের।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘দেখেন উইকেটটা যতটুক দেখলাম, সেখানে শুকনো ভাব আছে। আগের ইতিহাস নিয়ে ভাবা খুব কঠিন। এখানে ভিন্ন আচরণ হতে পারে। কাল (শুক্রবার) সকালে আমরা আরেকবার দেখলে হয়তো সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে একজন স্পিনার বেশি খেলবে নাকি একজন পেস বোলার। কালকে আরেকবার দেখে সিদ্ধান্তটা নিবো।’

পেস আক্রমণে তাসকিনের বদলি হিসেবে আবু জায়েদ রাহি ও শহীদুল ইসলাম আছেন। তাসকিনের বদলে তৃতীয় পেসার হিসেবে কাউকে নিলে রাহি কিংবা শহীদুলের মধ্য থেকেই নিতে হবে। অন্যদিকে স্পিনার খেলালে তাইজুলতো আছেনই। এখন তাসকিনের জায়গায় যিনি খেলবেন, তার জন্য এটা দারুণ সুযোগ হিসেবে দেখছেন মুমিনুল, ‘অবশ্যই তাসকিন টেস্ট ক্রিকেটে আসার পর থেকে ধারাবাহিক ভাবে পারফর্ম করছে। তাসকিনকে অবশ্যই মিস করবো। তাছাড়া আমার কাছে মনে হয়, তাসকিনের জায়গায় যিনি খেলবেন, তার জন্য এটা বিরাট সুযোগ।’

ডারবান টেস্টে জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হেলায় হারায় সফরকারীরা। তারপরও ডারবান থেকে ইতিবাচক অনেক কিছু খুঁজে নিচ্ছেন টেস্ট অধিনায়ক, ‘আমরা পাঁচ দিনের মধ্যে চারদিন খুব ভালো খেলেছি। আমার কাছে মনে হয় ইতিবাচক অনেক কিছু ছিল। তাসকিন ভালো বোলিং করেছে, খালেদ ভালো বোলিং করেছে। জয়ও খুব ভালো ইনিংস খেলেছে, লিটন খুব ভালো ব্যাট করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে দল হিসেবে বাজে ব্যাট করে ফেলেছি। তবে এই মুহূর্তে আমরা খুব ভালো মেজাজে আছি, খুব আত্মবিশ্বাসী আছি পরবর্তী টেস্ট নিয়ে।’

প্রতিপক্ষ ছাড়াও পোর্ট এলিজাবেথে বাংলাদেশ দলকে লড়তে হবে বাতাসের সঙ্গে। বিশেষ করে ফিল্ডিং ও বোলিংয়ে বাতাস খুবই প্রভাব ফেলে। অনুশীলনে বাতাসের বিপক্ষে কীভাবে লড়াই করা যায়; গত কয়েকদিন সেটি নিয়ে কাজ করেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। কঠিন এই কন্ডিশন নিয়ে মুমিনুল জানালেন, ‘বাতাস অবশ্যই থাকে, একেক জায়গায় একেক কন্ডিশনে চ্যালেঞ্জ থাকে। এগুলো মানিয়ে নেওয়ার ব্যাপারে চেষ্টা করছি। আমরা মানসিকভাবে হেরে যাইনি, সবাই শক্ত আছি। কালকের ম্যাচেও সেভাবে নামবো।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img