দিনাজপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন নামে (২৪) এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সানোয়ার উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি চিরিরবন্দর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন– উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের একরামুলের ছেলে নায়ক তারা (২৫) এবং অমরপুর ইউনিয়নের রাজাপুর বুড়ির হাট এলাকার সুব্রত কুমার রায়ের ছেলে খোকন রায় (১৬)। তারা বর্তমানে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন মোটরসাইকেলে পার্বতীপুর যাচ্ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় চিরিরবন্দর ফায়ার সার্ভিস কার্যালয়ে জানানো হয়। ফায়ার সার্ভিস আহত অবস্থায় তিন ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত তিন জনের মধ্যে সানোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img