অস্ত্রসহ বেনাপোল পৌর কাউন্সিলর গ্রেফতার

যশোরের বেনাপোল পৌরসভার কাউন্সিলর ও বন্দর শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আলীকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাশেদের বাড়ি বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখলের সময় পৌর কাউন্সিলর রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায়। এতে আহত হন পুলিশ সদস্যসহ ২০ শ্রমিক। এ ঘটনায় মোট তিনটি মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেছে। এছাড়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ৩৬ জন। এর মধ্যে রাশেদ আলী ১ নম্বর আসাসি। মামলার পরপরই গা ঢাকা দেন তিনি।

পুলিশ জানায়, রাশেদ আলীর বিরুদ্ধে সরকারি কর্মচারীকে মারদর, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩টি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক।

এদিকে আজ বেনাপোলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থল বন্দরে বোমা হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সাত আসামিকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, এই মামলায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ফুটেজ দেখে আটক অভিযান অব্যাহত রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img