চ্যাম্পিয়ন হয়েও বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে!

মার্চে এএইচএফ কাপে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ হকিতে সরাসরি খেলার সুযোগ পেলেও এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না! অথচ আগে এশিয়ান হকি ফেডারেশন এশিয়ান গেমসেও সরাসরি খেলার কথা জানানো হয়েছিল।

এখন চীনের এশিয়ান গেমসে খেলতে হলে ৫ মে থেকে ব্যাংককে শুরু হওয়া বাছাই পর্বে খেলতে হবে। ঠিক এর কদিন পরই এশিয়া কাপ রয়েছে। তাই বাংলাদেশ হকি ফেডারেশন একই মাসে দুটি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কিছুটা বিপাকে পড়েছে।

যদিও ব্যাংককে বাছাই পর্বে খেলার সিদ্ধান্তও নিয়ে নিয়েছে ফেডারেশন। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়ান গেমসে খেলতে হলে বাছাই পর্ব খেলতে হবে। অথচ আমরা জানতাম ইন্দোনেশিয়ার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি খেলতে পারবো। এখন কী আর করার আছে, আমাদের খরচ অনেক বেড়ে গেলো। একই মাসে দুটো টুর্নামেন্টে খেলতে হবে। কয়েক দিনের মধ্যে সভা করে জাতীয় দলের অনুশীলন শুরুর সিদ্ধান্ত হবে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img