টপ অর্ডার কিংবা স্বীকৃতি ব্যাটাররা যখন মুখ থুবড়ে পড়লেন। দলের অবস্থা যখন করুণ। ঠিক তখনই ধারার বিপরীতে গিয়ে মাহমুদুল হাসান জয় দেখালেন টেস্টে ব্যাট করতে হয় কীভাবে! প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা দিয়ে, ঠাণ্ডা মাথায় সময়ের দাবি মিটিয়ে চমৎকার ব্যাটিংয়ের পেলেন পুরস্কার। দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনেই জয় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমে।
আজ (শনিবার) ডারবান টেস্টের তৃতীয় দিনে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রকা। প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ১০০ ওভারে ৭ উইকেটে ২৩৬ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৩৬৭ রান।
টপ অর্ডারের ব্যর্থতায় একা হাতে লড়ে গেছেন জয়। দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে অভিজ্ঞ ব্যাটাররা ফিরে গেলেও জয় একপ্রান্ত আগলে রেখে পথ দেখাচ্ছিলেন বাংলাদেশকে। আর আজ তৃতীয় দিনে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি বুঝে সিঙ্গেলস যেমন নিয়েছেন, তেমনি বাজে বলকে করেছেন বাউন্ডারি ছাড়া। সত্যিকার টেস্ট মেজাজে ব্যাট করে ২৬৯ বলে পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছাতে এই ওপেনার মেরেছেন ১০ বাউন্ডারির সঙ্গে এক ছক্কা।
ইউআর/