পঞ্চম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

বাগেরহাটের কুচুয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে।

রোববার রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুলপ্ত মজুমদার (১১) ওই গ্রামের সুজিত মজুমদারের ছেলে এবং আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

পরিবার সূত্র জানিয়েছে, লেখাপড়া না করায় রোববার বিকালে সুলপ্ত মজুমদারকে শাসন করেন তার মা-বাবা। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে বাড়ির কাঠের ঘরের দোতলায় আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img