ইউক্রেনে অস্ত্র সরবরাহের ঘোষণা জার্মানির

ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার জার্মান সরকারের একজন মুখপাত্র এ ঘোষণা দিয়েছেন। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করতে বদ্ধপরিকর তার দেশ।

বার্লিন এরইমধ্যে ইউক্রেনে বিভিন্ন সরঞ্জাম পাঠিয়েছে বলেও জানান জার্মান সরকারের এই মুখপাত্র।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া থেকে দূরে থাকতে নতুন পথ খুঁজছে জার্মানি। তিনি বলেন, আমরা দেখেছি কয়েক দশক ধরেই জার্মানি তার অর্থনীতির জন্য লড়াই করছে। নতুন রুশ গ্যাস পাইপলাইন এবং পুরনো ইউরোপীয় স্বপ্নের জন্য এই লড়াই। তবে জার্মানদের মত বদলাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছি তারা নতুন পথ খুঁজছে।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে বাণিজ্য ও জ্বালানি ব্যবহারের মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সংযোগ স্থাপনের চেষ্টা করছে জার্মানি। তবে ইউক্রেনে রুশ আগ্রাসনে সেসব আশার ইতি ঘটেছে। জরুরিভাবে অন্যত্র বাণিজ্য সুবিধা খোঁজা শুরু করেছে বার্লিন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img