পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রথম ধাপে ১৪ গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও ঘরের চাবি তুলে দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর।
২৬ সেপ্টেম্বর, রবিবার রোয়াংছড়িতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রোয়াংছড়ি যান পার্বত্য মন্ত্রী।এরই ধারাবাহিকতায় রোয়াংছড়ির তুলাতলিতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ঘর ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি গৃহহীনদের মাঝে এসব ঘরের চাবি হস্তান্তর করেন।
পার্বত্য মন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে পাহাড়ের মানুষ কেও গৃহহীন থাকবে নাহ। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সবার পাশে আছে। বর্তমান সরকারের আমলে পার্বত্য জনপদে অনেক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হয়েছে।
এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান পার্বত্য মন্ত্রী।
এসময় পার্বত্য মন্ত্রীর সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, কাঞ্চন তংচগ্যা, তিংতিংম্যা, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা সহ মান্যগন্য ব্যাক্তিবর্গ।