সাম্পান ঘাটে চাঁদাবাজি এবং ইজারা ছাড়াই অবৈধভাবে মাশুল আদায়ের প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচী শুরু করেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের সাম্পান মাঝিরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মাঝিদের এই অনশন কর্মসূচী শুরু হয়।
স্থানীয় ঘাট মাঝি সমিতির সভাপতি লোকমান দয়াল জানান, বাংলাবাজার ঘাটটি চট্টগ্রাম সিটি করপোরেশন ইজারা না দিলেও ঘাট থেকে অযৌক্তিকভাবে মাশুল আদায় করা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র ঘাটে নিয়মিত চাঁদা আদায় করছে। এ ব্যাপারে সিটি করপোরেশনে লিখিত অভিযোগ জানিয়েও কোন সমাধান না পাওয়ায় গত দুই দিন ধরে সাম্পান মাঝিরা ঘাট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে। কর্মসূচীর অংশ হিসেবে আজ (মঙ্গলবার) সকাল থেকে মাঝিদের দিনব্যাপী অনশন কর্মসূচী পালিত হচ্ছে।
তিনি বলেন, বাংলাবাজার ঘাটের ইছানগর এলাকায় কর্ণফুলী নদী তীরে সাম্পান মাঝিরা তাদের সাম্পান চালানো বন্ধ রেখে অনশনে অংশ নিয়েছেন।