বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোয়ালখালী পৌরসভার মেয়র নির্বাচিত জহুর

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল ইসলাম জহুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এ ক্ষেত্রে গেজেট প্রকাশের জন্য নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধি শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ আদেশ দিয়েছেন।

এতে বলা হয়, ‘আপীল বিভাগ সিএমপি নং ৩৮৬/২১ এর বিগত ২৫ আগস্ট ২১ইং তারিখের আদেশের প্রেক্ষিতে বোয়ালখালী পৌরসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র প্রার্থী মো. জহুরুল ইসলাম এর নামে বিধি মোতাবেক গেজেট প্রকাশের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই মর্মে নির্বাচন কমিশন সিধান্ত প্রদান করেছেন। একই সাথে মেয়র পদ ব্যতীত অন্যান্য সকল কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোন জটিলতা না থাকায় আগামী ২০ সেপ্টেম্বর তারিখ নির্বাচন অনুষ্ঠানের জন্যও নির্বাচন কমিশন সিদান্ত প্রদান করেছেন।’

বোয়ালখালী পৌরসভার মেয়র পদে জহুরুল ইসলাম জহুর, হাজী আবুল কালাম আবু ও মো.ইদ্রিস আলম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইয়ের দিন জহুরুল ইসলাম জহুরের মনোনয়নপত্র বৈধ ও হাজী আবুল কালাম আবু ও মো. ইদ্রিস আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। পরবর্তী এ দুই প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও তাদের প্রার্থীতা ফিরে পাননি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img