আলীকদমে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আলীকদম উপজেলায় প্রায় ৪৫ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন পার্বত্য মন্ত্রী।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আলীকদম উপজেলায় উন্নয়ন বোর্ডের ১৩টি প্রকল্প, জেলা পরিষদের ৬টি, এলজিইআরডি ১টিসহ মোট ২০ টির শুভ উদ্ধোধন করেন এবং উন্নয়ন বোর্ডের ৫টি,এলজিইআরডি ১টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও জেলা পরিষদের ১৪টি গৃহহীনদের গৃহনির্মাণসহ নতুন নির্মিত ঘরের চাবি হস্তান্তর ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রকল্প উদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, যারা এ দেশের স্বাধীনতা, মানুষের উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রতি চায়নি তারা ১৯৭৫ সালের ১৫আগষ্ট জাতির পিতাকে হত্যা করে ক্লান্ত হয়নি, তারা বাংলার মানসকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বার বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা চাই না এদেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তন হোক।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, উন্নয়ন বোর্ডের বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফয়সাল, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজ্জামেল হক বাহাদুর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সহকারী সাদেক হোসেন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃজিয়াউর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল,জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সমর রঞ্জন বড়ুয়াসহ চার ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ফেরদৌস রহমান, ফোগ্য মার্মা, ক্রাতপুং ম্রোসহ জেলা উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img